বিশ্ব কাপের শেষ চারের টিকিট পাওয়ার যেমন যুদ্ধ ছিল ব্রাজিলের সমর্থকদের জন্য যেমন উত্তেজনাকর তেমনি তার ভক্তদের জন্যও । কিন্তু এমন প্রত্যাশার জায়গা থেকে কেউ সরে আসতে রাজী নন। ব্রাজিল ফাইনালে খেলবে আশা নিয়েই ভক্তরা টিকেট কেটেছিলেন। কিন্তু আশার আলো নিভে গেল, বুক ফাটা কান্না ছাড়া আর কিছুই মিলল না। তাই আশায় নিরাশ হয়ে ব্যাথিত চিত্তে অঘটানের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো ব্রাজিলের। ভগ্ন চিত্তে ফিরে যাওয়া ছাড়া আর উপায় কি? এখন বাড়ী ফেরার চিন্তায় মগ্ন ভক্তরা। সঙ্গে থাকা টিকিট বিক্রি করার চিন্তা ও তারে কুরে কুরে খাচ্ছ্ েমস্কো বিমান বন্দরের বাইরে অনেক ব্রাজিলিয়ান অনেক সমর্থকদের দেখা গেছে টিকিট হাতে দাঁড়িয়ে ক্রেতা খুঁজছেন।
Development by: webnewsdesign.com