ব্রেকিং

x

জেলা ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শুক্রবার, ২৫ মে ২০১৮ | ১:০৮ পূর্বাহ্ণ | 1461 বার

জেলা  ছাত্রলীগ নেতার উপর  হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরহাদ হোসেন ফখরুল:

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক যাদব রায়ের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।



বৃহস্পতিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এসময় হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুশিয়ারা দেন বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তৃতা রাখেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শাহজাহান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদস্য ও সভাপতি পদপ্রার্থী মো: লিটন সরকার ।

বিশেষ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ মে) সন্ধ্যায় জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক যাদব রায়কে কুপিয়ে আহত করে দুর্বিতরা ।যাবদ রায় বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে বিশেষ সূত্রে খবর জানা যায়, কিছু কুচক্র মহল বারকামতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাংচুর করে ও বাচন সহ দু জনকে গুরতর আহত করে। এ ঘটনার পরিপেক্ষিতে নিউজ লিখা পর্যন্ত কোন মামলা দায়ের করেন নি।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com