ব্রেকিং

x

জুলি বিশপকে প্রধানমন্ত্রী মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বললেন প্রধান মন্ত্রী

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৩:০৪ অপরাহ্ণ | 1195 বার

গতকাল অষ্ট্রেলিয়ার সিডনিতে পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ প্রধান মন্ত্রীর সংগে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান মন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের উপর চাপ রাখতে অষ্ট্রেলিয়ার প্রতি আহব্বান জানান। প্রধান মন্ত্রী গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারী সফরে সিডনিতে রয়েছেন। তিনি গতকাল সিডনি পৌঁছেন। জুলি বিশপ প্রধান মন্ত্রীর সংগে দেখা করার পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে অষ্ট্রেলিয়ায় সরকারের কি ভূমিকা হতে পারে বৈঠকে জুলি বিশপ তা জানার আগ্রহ প্রকাশ করেন। তখন প্রধান মন্ত্রী মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার উপর জোর দেন। তিনি বলেন তাঁদের উপর চাপ অব্যাহত রাখতে হবে এক সঙ্গে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে। পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তা দান অব্যাহত রাখতে হবে। প্রধান মন্ত্রী বলেন, মিয়ানমারের সংগে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটা তাঁরা অঙ্গীকারত্ত করছে না আবার চুক্তিটি বাস্তবায়নও করছে না। অষ্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রী প্রায় ১০ লাখের বেশী রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়াতে শেখ হাসিনার ভূমিকার প্রসংশা করেন। তিনি বলেন অষ্ট্রেলীয়া এ বিষয়ে সর্বান্তকরনেই বাংলাদেশের পাশে থাকবে। বৈঠকে জুলি বিশপ শেখ হাসিনাকে নারী মুক্তি এবং নারীর ক্ষমতায়নে বিশ্ব নারীদের জন্য অনুপ্রেরনাদাত্রী সাহসী নেত্রী বলে আখ্যাায়িত করেন। পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধান মন্ত্রীর কার্য্যলয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রে সচিব ইহসানুল করিম এবং অষ্ট্রেলীয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোঃ সফিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৬ অপরাহ্ণ
  • ৬:৪৭ অপরাহ্ণ
  • ৮:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com