গতকাল দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের ক্ষেত্রে কোন আইনি জটিলতা নেই।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার দালিলিক প্রমানসহ খন্দকার মোশতাক , জিয়াউর রহমান ও আরও অনেকের নাম এসেছে, তাই এই প্রমানের ভিত্তিতে সম্মানসূচক বীরউত্তম পদবি বাতিল করা হবে। আর এ সিদ্ধান্ত কোন রাজনৈতিক কারনে নয়। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ( জামুকা)। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী,রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।
Development by: webnewsdesign.com