প্রথমবারের মত জাতি সংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের সিনা বাহিনীকে কালো তালিকা ভক্ত করেছে। বিশ্বাস যোগ্য সন্দেহের কারনে যুদ্ধ কালীন সময়ে ধর্ষন ও অন্যান্য যৌন সহিংসতার মত অপরাধ ঘটানো সরকার বা বিদ্রোহী গ্রুপ গুলোরক এ ধরনের তালিকারয় রাখা হয়। নিরাপত্তা পরিষদে জমা দেওয়ার উদ্যেশে মহাসচিব আন্তর্জাতিক গুতেরেসের প্রস্তুত করা এক প্রতিবেদনে কারো তালিকা ভূক্তি করার কথা জানা গেছে। প্রতিবেদনটির উদ্ধতি দিয়ে এ খবর প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপি। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের সময় সামবার জাতি সংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে। এতে কালো তালিকাভুক্তির কথা বলা হয়েছে বিভিন্ন দেশের ৫১টি সরকার বিদ্রোহী ও কট্টর পন্থী গ্রুপকে। মিয়ানমার সেনাবাহিনী উগ্রপন্থী নিদনের পাশাপাশি রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে দেশ ত্যাগে বাধ্র করে জাতি সঙঘ মহাসচিব বলেন নারী শিশু সহ রোহিঙ্গাদের উপর যৌন নিপীড়ন, শারীরিক এবং মানসিক ভাবে নিযৃাতন চালিয়েছে। চেক পোষ্ট গুলোতে গুলি চালিয়ে রোহিঙ্গাদের হত্যা করেছে। জাতি সংগ মানবাধিকার গ্রুপ, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ ও সংস্থা একে জাতি নিধন হিসাবে আখ্যায়িত করেছে।
Development by: webnewsdesign.com