ব্রেকিং

x

জাইমাকে নিয়ে মন্তব্য করায় মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে মামলার আবেদন

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ৭:৫০ অপরাহ্ণ | 137 বার

জাইমাকে নিয়ে মন্তব্য করায় মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে মামলার আবেদন
মুরাদ হাসান ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ঢাকার পর চট্টগ্রামেও মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য আদালতে একটি আবেদন করা হয়েছে।

আজ রোববার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক এস কে তোফায়েল হাসানের আদালতে মামলা নেওয়ার এই আবেদন করা হয়। আবেদনটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সভাপতি এ এস এম বদরুল আনোয়ার।

আবেদনে অপর যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁর নাম মহিউদ্দিন হেলাল নাহিদ। তিনি মুরাদ হাসানের সাক্ষাৎকার নিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আবেদনকারীর আইনজীবী এনামুল হক বলেন, জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তা ফেসবুকে প্রচার করার অভিযোগে মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত কোনো আদেশ এখনো দেননি।

মামলা নেওয়ার আবেদনে বলা হয়েছে, জাইমা রহমান যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ১ ডিসেম্বর মহিউদ্দিন হেলাল তৎকালীন প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাক্ষাৎকার নেন। পরে ফেসবুকে প্রচার করা হয়। সাক্ষাৎকারে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, যা নারীর প্রতি বিদ্বেষ ও অবমাননাকর।

একই অভিযোগে আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য একটি আবেদন জমা পড়ে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী এ আবেদন করেন।

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান সরকারদলীয় সাংসদ মুরাদ হাসান।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সাংসদ। তাঁর বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com