ব্রেকিং

x

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ | 129 বার

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা
প্রতিকী ছবি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধে আব্দুল হামিদ (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীয়া পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদ কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকায় রজব আলীর ছেলে।



পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আবদুল হামিদ তার বাড়ির পাশে বাঁশ কাটতে যান। বাঁশ কাটা নিয়ে আব্দুল হামিদের সঙ্গে বাগবিতণ্ডায় প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক, মিনহাজ হোসেন, আল আমিন, হান্নান মিয়া, আক্কেল আলীসহ ৮-১০ জন তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত আবুল বাশার জানান, পুলিশ খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com