গতকাল সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচীর আওতায় সুবিধা ভোগীদের ভাত ইলেক্সট্রিক পদ্ধতিতে( জিটুপি গভর্নন্টে টু পারসন ) বিতরন কার্য ক্রমের উদ্ভোধনের সময় প্রধান মন্ত্রী বলেন, আগামীতে নির্বাচনে জনগন যদি ভোট দেয় তাহলে আবার ক্ষমতায় আসবো, না হলে আসবো না। সব কিছুই আল্লাহর উপর নির্ভর করে। তার পূর্বে আমি আমার সকল কাজ শেষে করতে চাই। মানুষের সেবা করে তাদের পাশে থাকাই আমাদের কাজ।
Development by: webnewsdesign.com