রবিবার, ১৫ জুলাই ২০১৮ |
৪:১০ অপরাহ্ণ | 1350 বার
গতকাল দুপুর তিনটার দিকে কক্সবাজারের চকরিয়ার মাতা মহুরী নদীর ব্রিজের অদূরে নীর ভরাট চরে ফুটবল খেলে গোসল করতে নেমে ছয় ছাত্র নিখোঁজ হওয়ার পর একজন জীবিত ও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুজনকে উদ্ধার করার চেষ্টা চরছে। চকরিয়ার বাসিন্দা ও ফায়ার সার্ভিস কারীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।