জীবনে রঙীন স্বপ্ন দেখেছিল বাবা মা হারা রাজীব। উঠন্ত বয়সে ২১ বছরের তরুন রাজীব হোসেন জীবনের সব স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ছুটে চলেছেন অবিরাম । মায়াবী এই চেহারায় কোন ক্লান্তির ছাপ ছিলনা তার। ৮ বছর বয়সে মা ও ১৪ বৎসর বয়সে বাবা হারানোর ব্যথ্যা বুকে নিয়ে জীবন যুদ্ধে অবর্তীন হয়েছিল রাজীব। দুঃখ দুর্দশার মাঝেও সেই যুদ্ধে হারেনি রাজীব। কিন্তু নিয়তির নির্মম কষাঘাতে এবার তাকে হারতেই হলো । সবাইকে হারিয়ে চির বিদায় নিয়ে চলেই গেল রাজীব। জীবনের প্রত্যাশিত কোন স্বপ্ন পূরণ হলোনা তার । তাঁর চির বিদায়ে শুধু স্বজনরাই নয়,কেঁদেছে সাধারন মানুষও চিকিৎসার নিয়োজিত চিকিৎসকরাও কেদেঁছেন হাউমাউ করে ,বাচ্চাদের মত। সোমবার মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান,তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ৩ রা এপ্রিল কাওরান বাজার সার্ক ফোমারের কাছে বি আর টি সি ও স্বজন পরিবহনে প্রতিযোগীর সময় হাত হারায় রাজীব। শুধু হাতই নয় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তক্ষরন ও পানি জমার কারনে তাকে বাচাঁনো সম্ভব হয়নি। ছোট দুটি ভাই এবং নিজের সব আশা আখাঙ্কার জলাঞ্জলী দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে ধরণী থেকে চির বিদায় নেন রাজীব হোসেন।
Development by: webnewsdesign.com