ব্রেকিং

x

চালক বিহীন গাড়ী চলবে সোলার সিষ্টেমে

সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | ২:২৯ অপরাহ্ণ | 1043 বার

চালক বিহীন গাড়ী চলবে সোলার সিষ্টেমে

প্লাটিক বোর্ড, রঙীন থাই গ্লাস, লোহার এঙ্গেল, পুরানো অটো রিক্সার চাকা দিয়ে সোলার সিষ্টেমে চালক বিহীন ভাবে চালানোর গাড়ী আবিস্কার করেছেন পটুয়খালীর কলপাপাড়ার ক্ষুদে বৈজ্ঞানিক মাহবুবুর রহমান শাওন। বাংলাদেশ প্লানেটর কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাওনর বাড়ীতে লেখা পড়ার পাশাপাশি প্রায় এক মাস কঠোর পরিশ্রম করে এ গাড়ীটি তৈরী করেছেন। গতকাল দুপুরে কুয়াকাটা কলাপাড়া মহা সড়কে পরীক্ষা মূলক ভাবে গাড়ীটি চালানো হয়েছে। শাওন বলেছেন আমি উদ্ভাবন করেছি এমন একটি গাড়ী যা নিজে থেকে নিয়ন্ত্রন হতে পারবে। কোন দুর্ঘটনা ঘটবেনা। এটি কোন পথচারীকে আঘাত করবেনা, কিংবা চাপা দেবেনা।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com