ব্রেকিং

x

করোনার পর চাকরিজীবীদের কর্মঘণ্টা বাড়তে পারে

বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | ৮:৫৪ অপরাহ্ণ | 340 বার

করোনার পর চাকরিজীবীদের কর্মঘণ্টা বাড়তে পারে
ছবি-স্বাধীন টিভি

করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে দেশটির চাকরিজীবীদের কর্মঘণ্টায় আসতে পারে বড়সড় পরিবর্তন। দৈনিক কর্মঘণ্টা ৮ থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার চিন্তা করছে দেশটির সরকার।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও বহুদিন ধরে অফিস-আদালত বন্ধ। কারখানা থেকে শুরু করে বাচ্চাদের স্কুল সবই বন্ধ। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় সেই মতো জোগানের চ্যালেঞ্জকে পূর্ণ করতে এখন প্রয়োজন বেশি করে কাজ করা। সেই দিকেই নজর রেখে কাজের সময়ে বদল আনার ভাবনা কেন্দ্রীয় সরকারের।

এর জন্য ১৯৪৮-এর দৈনিক শ্রমের জন্য তৈরি আইনে করতে হবে পরিবর্তন। শিগগিরই এ ব্যাপারে পাস হতে চলেছে অর্ডিন্যান্স। ১৯৪৮ এর ধারা ৫১ অনুযায়ী, সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কোনো অবস্থাতেই কর্মীদের কাজ করানো যাবে না।

সম্প্রতি সর্বভারতীয় দৈনিক ইকোনমিক টাইমসের রিপোর্টে এই দৈনিক শ্রমের সময় পরিবর্তনের কথা বলা হয়। ওই রিপোর্ট অনুযায়ী, সরকারের আনা অর্ডিন্যান্সের ভিত্তিতে রাজ্য সরকারগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাজের সময় বাড়ানোর ক্ষেত্রে স্বাধীনতা দেবে। ইঙ্গিত মতো আইনে বদল ঘটলে কোম্পানিগুলো কর্মীদের কাজের শিফট বাড়ানোর অধিকার পাবে। বর্তমানে দৈনিক আট ঘণ্টা কাজ করতে হয় চাকরিজীবীদের। অর্থাৎ সপ্তাহে ৬ দিন আট ঘণ্টা করে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হয় কর্মীদের। এই প্রস্তাব অনুযায়ী ১২ ঘণ্টার শিফট হলে সপ্তাহে মোট ৭২ ঘণ্টা কাজ করতে হবে একজন কর্মীকে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com