ব্রেকিং

x

চলচ্চিত্রের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে – প্রধান মন্ত্রী

সোমবার, ০৯ জুলাই ২০১৮ | ৫:২৯ অপরাহ্ণ | 1178 বার

চলচ্চিত্রের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে – প্রধান মন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র মানুষের জীবনে এমন একটা মাধ্যম যার দ্বারা মানুষের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন চলমান ঘটনার বাস্তব রুপে মনের খোরাক যোগায় এবং এই চলচ্চিত্র মানুষের জীবনের প্রতিচ্ছবি হয়ে সুখ দুঃখ বেদনা ,হাসি,কান্নার প্রতিফলন ঘটায়। চলচ্চিত্র দেশের ও সমাজের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এক সময় এই চলচ্চিত্রের নির্মিত ছবি দেখা বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু আবারও ভালো ছবি নির্মানের কারনে মানুষ সিনেমা দেখছে। ছবি নির্মানের ক্ষেত্রে ভালো গল্প নির্মানের গুনগতমান ও পরিছন্নতা বজায় রাখতে হবে।তবেই মানুষ আবার আগের মত ছবি দেখার আগ্রহ প্রকাশ করবে। তিনি বলেন, বেশী বেশী ছবি নির্মানের জন্য যা যা করা প্রয়োজন আমার পক্ষ থেকে সবই করবো। সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি ২৫ টি বিভাগে ৩১ জন বিজয়ীর হাতে চলচ্চিত্র পুরষ্কার – ২০১৬ এর ক্রেষ্ট, মেডেল ও চেক তুলে দেন। এ সময় পাশে ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতি মন্ত্রী তারানা হালিম। এবার যৌথ ভাবে আজীবন সম্মাননা পান ববিতা ও মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুক।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩:৪৩ অপরাহ্ণ
  • ৫:২৩ অপরাহ্ণ
  • ৬:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com