গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর ফয়সাল মোড় এলাকার বাসে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতা হানির ঘটনা ঘটছে।
ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উক্ত বাসের চালক ও হেলপারকে গনপিটুনী দিয়ে পুলিশ সোর্পদ করে। তারা হলেন বাস চালক মো: রাসেল ও হেলপার মো: হানিফ । চকবাজার থানার ওসি নূরুল হূদা বলেন, ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বহদ্দার হাট গামী ১০ নং বাসে উঠেন ওই ছাত্রী । বাসে ছাত্রী ছিলেন ২ জন ।
কিছুদুর যাওয়ার পর যাত্রীদের সন্দেহ হলে গাড়ী থেকে নামার চেষ্টা করলে তখন বাসের হেলপার ওই ছাত্রীর হাত ধরে নামতে বাধা দেয়। যানজোটের কারনে গাড়ী থামলে ওই ছাত্রী হেলপারের হাতে কলম দিয়ে আঘাত করে বাস থেকে নেমে পড়েন।
ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসে সহপাঠিদের ঘটনাটি জানালে পুনরায় বাসটি ওই এলাকায় এলে শিক্ষার্থীরা বাস চালক ও হেলপারকে গনপিটুনী দেয়। পরে চকবাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে।
Development by: webnewsdesign.com