চট্টগ্রামে বাসমালিকদের একটি অংশ আগামীকাল রোববার সকাল থেকে বাস চালানোর ঘোষণা দিয়েছে। তবে মালিকদের বড় অংশটি ধর্মঘটে অনড় রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানায়। ঢাকায় রোববার এ বৈঠক হওয়ার কথা।
বাস চালানোর ঘোষণা দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতারা বলেন, রোববার সকাল ৬টা থেকে তাঁদের বাস চলবে। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাটগর পর্যন্ত কাউন্টারভিত্তিক বাস পরিচালনা করে থাকেন তাঁরা। এ ছাড়া নগরের অন্য রুটেও তাঁদের গাড়ি রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিল। কিন্তু এ সুযোগে একটি পক্ষ রাস্তায় নেমে পিকেটিং শুরু করে অ্যাম্বুলেন্সসহ সাধারণ যানবাহনও আটকে দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের মনে হয়, বিরোধী একটি পক্ষ এ কাজ করছে। আমরা তো ধর্মঘট ডাকিনি। তাই সাধারণ যানবাহন আটকাতে পারি না। এ কারণে আমাদের সিদ্ধান্ত, আগামীকাল রোববার সকাল ৬টা থেকে আমাদের গাড়ি চলবে।’
এক প্রশ্নের জবাবে বেলায়েত হোসেন বলেন, ১৫টি রুটে তাঁদের প্রায় ৪০০ বাস ও হিউম্যান হলার রয়েছে। কোনো গাড়িকে চলতে বাধা দিলে সেটা প্রশাসন দেখবে।
এদিকে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সারা দেশের মতো চট্টগ্রামেও ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। ঢাকায় রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পদক্ষেপ নেবেন তাঁরা। সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁদের কোনো গাড়ি চলবে না।
এ সংগঠনের মহাসচিব গোলাম রসুল বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ গাড়ি চালানোর ঘোষণা দিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তাদের গাড়ির সংখ্যা খুব কম। কাউন্টারভিত্তিক কিছু গাড়ি চলে। তাঁরা এ সিদ্ধান্ত মানেন না।
পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শনিবারও চট্টগ্রাম নগরীতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নানা ঝক্কি পোহায়। সাধারণ মানুষের অভিযোগ, গণপরিবহন না থাকার সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চালকেরা বেশি ভাড়া নিচ্ছেন।
Development by: webnewsdesign.com