ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকনের বসতবাড়িতে অগ্নিকান্ডে চারটি কক্ষ ভস্মীভূত হওয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ বাসার ঝুলনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন । মঙ্গলবার স্বজন মিডিয়া সেন্টারে মাইনুল ইসলাম শাহীন সাংবাদিকদের জানান, ওরা জ্বালিয়ে – পুড়িয়ে সাড়ে ৮ লাখ টাকার মালামাল ছাই করে দিয়েছে । অপর দিকে এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে ঝুলনের বাবা বিএনপির নেতা আবদুস ছাত্তার জানান, সাজানো চক্রান্তমূলক ভাবে আমার ছেলে সহ অন্যদের ফাঁসিয়ে দেয়া হচ্ছে । আমাকে লাঞ্চিত করা হয়েছে ।
Development by: webnewsdesign.com