বিশ্ব জুড়ে যখন মহোৎসব চলছে বিশ্বকাপ ফুটবলের তখনই ঘটে গেল থাইল্যান্ডের গুহায় আটকে কোচসহ ক্ষুদে ফুটবলারদের জীবন মরন সমস্যা। দীর্ঘ ২ সপ্তাহ অনাহারে আটকে থাকা ক্ষুদে ফুটবলারদের এই সংকটাপন্ন অবস্থায় তাঁদের উদ্ধার কাজে মরনপন চেষ্টার কোন কমতি নেই। এ ঘটনায় উৎকন্ঠা উদ্বেগ সারা বিশ্বব্যাপী। অবশেষে অবিরাম চেষ্টার পর গতকাল উদ্ধার অভিযানে ১২ টি শিশুকে মধ্যে সন্ধ্যা পর্যন্ত ৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এবং আশা করা হচ্ছে ২/১ দিনের মধ্যে গোটা দলটি উদ্ধার হবে।
Development by: webnewsdesign.com