গাজা পশ্চিম তীরে দখলকৃত বেথলেহেমের দেইশে শরনার্থী ক্যাম্পে রাতভর অভিযানের সময় সরাসরি গুলি করে ১৫ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলী বাহিনী। এ সময় আরও ১০ জনকে আটক করে রাখে তাঁরা। খবর সূত্রে জানা যায় ওই কিশোরের নাম আরকান খায়ের মিনহার। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রী জানান, ইসরায়েলী সেনাদের অভিযানে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। অভিযান কালে ইসরায়েলী বাহিনী গুলি, টিয়ার গ্যাস,ষ্টান গ্রেনেড ব্যাবহার করছে। ইসরায়েলী বাহিনীর দাবী কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারের জন্য এ অভিযান চালানো হয়।
Development by: webnewsdesign.com