এনামুল হক (বিশেষ প্রতিবেদক) গাজীপুরঃ
গাজীপুরে পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ রায়দেন। রায়ে একই সঙ্গে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝিনাইদহ সদরের সনাতনপুর মধ্যপাড়া এলাকার আঃ বারেজ বিশ্বাসের ছেলে মান্নানহোসাইন (৪০) ও সিরাজগঞ্জের একডালা গ্রামের মোজাহার আলী মাষ্টারের মেয়ে নাজমা বেগম (৩১)।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ জানান, সিরাজগঞ্জের একডালা গ্রামের আব্দুল হান্নানএকই এলাকার নাজমা বেগমকে বিয়ে করেন। হান্নান চাকরির সুবাদে টঙ্গীর সাতাইশ এলাকার জনৈক মোসলেমউদ্দিন বেপারীর দুতলা বাসায় ভাড়া থাকতেন। দন্ডপ্রাপ্ত আসামি মান্নান হোসাইন একই বাসায় সাবলেট হিসেবেবসবাস করার সুবাদে হান্নানের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি হান্নান টেরপেয়েমান্নান হোসাইনকে বাসা ছেড়ে দিতে এবং স্ত্রীকে সংশোধন হওয়ার জন্য বলে। মান্নান বাসা না ছেড়ে উল্টো হান্নানকেখুন করার হুমকি প্রদান করে।
এক পর্যায়ে ২০১২ সালের ২৫ জানুয়ারি নাজমা বেগম বাপের বাড়ি যাওয়ার কথা বলে ভাড়া বাসা থেকে চলে যায়।হান্নান ২৭ জানুয়ারি রাতে ভাড়া বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। ওই রাতে মান্নান হোসাইন সাবলেট হিসেবে ওই ভাড়াবাসায় ছিল। পর দিন সকালে হান্নানের দুই হাত বাধা, নাকেমুখে রক্তাক্ত অবস্থায় ঘরের বিছানার উপর মরদেহপাওয়া যায়। এ ঘটনায় নিহত হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে ওই দুই জনের নামে টঙ্গী থানায় মামলাদায়ের করেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মনোয়ার হোসেন তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে ওইবছরের ১১ জুন আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষী গ্রহণ ও শুনানী শেষে গত মঙ্গলবার দুপুরে বিচারক ওই দুইজনকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভেকেট ফরিদা ইয়াসমিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেটওয়াহিদুজ্জামান (তমিজ) ও আবুল বাশার।
Development by: webnewsdesign.com