গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় একটি বাসা থেকে সাথী
আক্তার ওরফে ফারজানা (২৮) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে
পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে ওই বাসার খাটের নীচ থেকে লাশটি উদ্ধার করা
হয়। ঘটনার পর থেকে স্বামী সানাউল্লাহ (৩২) পলাতক রয়েছে।
নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি । স্বামী সানাউল্লা দিনাজপুরের
নবাবগঞ্জ থানার মধ্যমাগুরা এলাকার আমিন বাদশার ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: সাইফুল ইসলাম
জানান, সানাউল্লাহ দম্পতি প্রায় ৪ মাস আগে দক্ষিণপানিশাইল এলাকার ছালাম
চাকলাদারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করতেন। গত ৪/৫
দিন যাবৎ তাদের কক্ষ তালাবদ্ধ ছিল। রোববার সকালে ওই কক্ষ থেকে দূর্গন্ধ
বের হতে থাকলে বাড়ির মালিক ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের নিচে
ওই ফারজানার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে
গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হয়।
এস আই আরো জানান, লাশটি ৪/৫ দিন আগে এবং অর্ধগলিত। প্রাথমিকভারে ধারণা করা
হচ্ছে ফারজানাকে শ্বাসরোধে হত্যার পর লাশ খাটের নীজে রেখে তার স্বামী
পালিয়ে গেছে।
Development by: webnewsdesign.com