ব্রেকিং

x

গাজীপুরে মানবাধিকার পুরষ্কার পেল এসআই শহিদুল ইসলাম মোল্লা!

রবিবার, ২০ মে ২০১৮ | ৪:৩৫ অপরাহ্ণ | 1300 বার

গাজীপুরে মানবাধিকার পুরষ্কার পেল এসআই শহিদুল ইসলাম মোল্লা!

চাঞ্চল্যকর অপরাধ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা পেলেন মানবাধিকার পুরস্কার।  শনিবার ১৯ মে সকালে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট’ শীর্ষক আলোচনা সভায় চৌকস পুলিশ অফিসার এসআই শহিদুল ইসলাম মোল্লার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও বিশ্ব শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। প্রধান আলোচক ছিলেন সুপ্রীমকোর্টের সাবেক বিচারপতি মো: ছিদ্দিকুর রহমান মিয়া।



অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন মোল্লা, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পরিচালক এমজি বাবর, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ।

আলোচনা শেষে চাঞ্চল্যকর অপরাধ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় গাজীপুরের শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লাসহ কয়েকজন পুলিশ অফিসারকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com