গাজীপুর জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্নস্থান থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল,দেশী-বিদেশীমদ মাদকসহ ৬১জনকে আটক করেছে।
গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো: মোমিনুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানপরিচালনা করে গত ২৪ জেলার বিভিন্নস্থান থেকে এক হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ বোতলফেনসিডিল এবং ১০০ বিদেশীমদসহ ৫৯ জনকে আটক করা হয়েছে।
এদিকে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ মঙ্গলবার ভোরে ভাওয়াল জাতীয় উদ্যানের সংলগ্ন কুমারখাদা এলাকা অভিযানচালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ স্থানীয় মামুন মিয়া (৩০) ও সম্ভু চন্দ্র বর্মণকে (৩৫) হাতে নাতেআটক। এসময় পুলিশ চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত ড্রাম, হাড়ি-পাতিল, কলস ও পলিথিনের প্যাকেট ইত্যাদি উদ্ধার করেছে।হোতাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, আটককৃতদের নামে মাদক আইনে মামলা করা হয়েছে।
Development by: webnewsdesign.com