গাজীপুর জেলার সদর উপজেলায় বেশ কয়েকটি গ্রামে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভরাগাতা,নয়াপাড়া,মনিপুর উত্তর পাড়া গ্রামের কাঁচা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে, ক্ষতি হয়েছে ফসলেরও । আজ শুক্রবার বেলা ১১.৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত প্রায় আধঘন্টা ব্যাপি এই তাণ্ডব চলে।
এসব গ্রামের চলতি ইরি বোরো ধানের ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে মাটির সাথে মিশে গেছে ধান ।গাছপালা উপড়ে যাওয়া সহ উওর মনিপুর গ্রামের জয়নাল মিয়ার গৃহপালিত পশু ৩টি গরু মারা গেছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষেতের ফসল চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
মনিপুর উত্তরপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম বলেন,ঝড়ে আমার ও আমার বাড়ীর আশেপাশে ব্যাপক ক্ষতি হয়েছে।
ভাওয়ালগড় ৫নং ওর্য়াডের ইউপি সদস্য এমদাদুল হক বলেন,ঝড়ে আমার এলাকায় ঘরবাড়ি সহ মসজিদের টিনের চালা উড়ে গেছে।
ভাওয়ালগড় ৬নং ওর্য়াডের ইউপি সদস্য হাজী আব্দুল মোতালেব বলেন, ৩০ মিনিট স্থায়ী এ কাল বৈশাখী ঝড়ে উপজেলার অনেক স্থানের বিদ্যুতের খুঁটি, আধাপাকা ঘর-বাড়ি, গাছপালা উপড়ে যায়। ঝড়ে অর্ধশত কাঠাঁল গাছ উপড়ে গেছে এছাড়া বেশ কয়েকটি বাড়ীর টিনের চালা উড়ে যায়।
Development by: webnewsdesign.com