ব্রেকিং

x

কুমিল্লা চান্দিনায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার পার্টি ও আলোচনা সভার আয়োজন

শনিবার, ২৬ মে ২০১৮ | ১১:৩৮ অপরাহ্ণ | 1247 বার

কুমিল্লা চান্দিনায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার পার্টি ও আলোচনা সভার আয়োজন

ফরহাদ হোসেন ফখরুল:শুক্রবার (২৫ মে) কুমিল্লা চান্দিনা উপজেলা পৌরসভার কাজীর দীঘির পাড়ে পৌর আওয়ামীলীগ সহযোগি ও অঙ্গ-সংঠনের উদ্যোগে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থকদের সৌজন্যে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন।

ইফতার পার্টির পূর্বে পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা পরিচালনা করেন । এতে বক্তৃতা রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগ কুমিল্লা উত্তর জেলা সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন আজাদ।



অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য দীপক আইচ, হারেছুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ গাফ্ফার, বাতাঘাসী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সাবেক পৌর কাউন্সিলর দৌলতুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য লিটন সরকার, কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক নাছির উদ্দিন দুলাল, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু কাউসার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান ভূইয়া।

পরে দোয়া ও ইফতার করার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com