ফরহাদ হোসেন ফখরুল:
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় এরশাদ মিয়া (৩৬) নামক (১)এক ব্যবসায়ীকে গুলি করেছে বাতাঘাসী ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক স্বর্ণকার।
আজ মঙ্গলবার ২৭/০৩/২০১৮ইং দুপুর পৌঁনে ১টায় বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপর ব্যবসায়ী এরশাদকে আহতাবস্থায় প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।আহত এরশাদ ওই গ্রামের আলী আহাম্মদ এর ছেলে।
গুলিকারী মেম্বার ফারুক স্বর্ণকার একই গ্রামের বারেক স্বর্ণকারের ছেলে। তিনি বাতাঘাসী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ ও ফারুক স্বর্ণকারের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে ফারুক স্বর্ণকার পিস্তল বের করে এরশাদকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় এরশাদ গুরুতর আহত হয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান জানান, আহত এরশাদ মিয়ার ডান পায়ে গুলি লাগে। আমাদের এখানে সার্জারীর ব্যবস্থা না থাকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফোনালাপে চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ও,সি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গুলির ব্যাপরে নিশ্চিত না। শুনেছি মারামারি ও ঝগড়া বিবাদ হয়েছে এবং এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসে নি। তবে অভিযান চলছে।
Development by: webnewsdesign.com