কালিয়াকৈর জাতীয় পার্টির উদ্যােগে ইফতার মাহফিল ১৪৩৯হিঃ
শনিবার, ০৯ জুন ২০১৮ |
৩:১৫ অপরাহ্ণ | 1073 বার
গাজীপুর কালিয়াকৈর উপজেলা বোয়ালী ইউনিয়নে গাছবাড়ী গ্রামে জাতীয় পার্টির উদ্যােগে ইফতার মাহফিলের আযোজন করেন। উন্নয়নের জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি।ইফতার মাহফিলে প্রধান অতিথিঃবীর মুক্তি যোদ্বা,খন্দকার আব্দুস ছালাম ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথিঃমহিউদ্দিন সরকার সভাপতি কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টি।শাহাদাৎ হোসেন চেয়ারম্যান ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদ রুস্তম শরীফ কালিয়াকৈর পৌর জাতীয় পার্টি।দেলোয়ার হুুসাইন সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টি।আব্দুল লতিফ খান সভাপতি বোয়ালী ইউনিয়ন জাতীয় পার্টি।আদম আলী সিনিয়ার সহ সভাপতি বোয়ালী ইউনিয়ন জাতীয় পার্টি।উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, এলাকার গন্য মান্য ব্যাক্তি ও অন্য সংগঠনের নেতৃ বৃন্দ।