গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাথে শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্হা মারাত্বক ভাবে খারাপ হয়ে পড়েছে।
দুটি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্হা খারাপ হওয়ার কারনে ছোট খাটো দূর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ যাত্রী, চালক ও পথচারীর।কালিয়াকৈর হইতে মাওনার দূরত্ব প্রায় ৩৬ কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্হা ডিজিটাল যুগের এক অবিশ্বাস্য মরন ফাদ বলে দাবী এ এলাকার নানামূখী মানুষের।
বাংলাদেশ সড়ক ও জনপদ (সওজ) এর স্হানীয় কার্যালয়ে যোগাযোগ করলে, সড়কটি অচিরেই মেরামত করা হচ্ছে এমন খবর পাওয়া গিয়াছে।বর্তমানে সড়কটি যাতায়াতের জন্য একেবারেই অনুপোযোগী হওয়ায় যাত্রী,চালকও পথচারীগন সড়কে যাতায়াত করেন জীবনের মায়া ত্যাগ করে শুুধুই বাচার প্রয়োজনে।
বাংলাদেশ সড়ক ও জনপদ (সওজ) উক্ত সড়কটি মেরামত নয় পূর্ন সংস্কার করে দিলে এলাকার নানামূখী মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে বলে মনে করেন,গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং তাদের জোর পূর্বক দাবি, এবং উধ্বর্তন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।
Development by: webnewsdesign.com