কালিয়াকৈরে স’ মিলে শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ১৫ মে ২০১৮ |
৫:৪১ অপরাহ্ণ | 2245 বার
গাজীপুর কালিয়াকৈর উপজেলাধীন ফুলবাড়ীয়া ইউনিয়নে পাবুরিয়াচালা এলাকায় একটি অবৈধ স’মিলে সোহেল রানা নামের এক শ্রমিকের মৃত্যু হয়।নিহতের লাশ উদ্বার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স’মিলের মালিক -শ্রমিক ও কাঠ ব্যবসায়ী পলাতক রয়েছে। জানা যায় পাবুরিয়াচালা এলাকার প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে স’মিল নিমার্ন করেন। এলাকার লোকজন মিলের একটি গাছের নিচ থেকে সোহেলের লাশ উদ্বার করে। ফুলবাড়ীয়া ফারির উপ পুলিশ পরিদর্শক মিনহাজ উদ্দিন, জানাযায় লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য পাঠানো হইয়েছে।