ব্রেকিং

x

কাপাসিয়ায় জাল টাকা ও সরঞ্জামসহ দুই বিদেশী নাগরিক গ্রেফতার।

মঙ্গলবার, ০৮ মে ২০১৮ | ১:১৫ অপরাহ্ণ | 1152 বার

কাপাসিয়ায় জাল টাকা ও সরঞ্জামসহ দুই বিদেশী নাগরিক গ্রেফতার।

গাজীপুরের কাপাসিয়ায় ব্যাংক ম্যানেজারের পিতার বাড়ী থেকে জাল টাকা, জাল টাকা তৈরীর সরঞ্জামসহ দুই বিদেশীনাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আমরাইদ বাজার শাখা,কৃষি ব্যাংকের ম্যানেজার সোহরাব জাকিরের দুই ভাইকে আটক করেছে।

গ্রেফতারকৃতরা কঙ্গোর নাগরিক আলপন্স কেডি ও ফাইসাতু সুলতানা। আটককৃতরা হলো উপজেলার মৈশন উত্তরপাড়া গ্রামের সোলাইমানের দুই ছেলে আলমগীর হোসেন (৩৭) ও সোহান হোসেন (২৭)।



কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরেকাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় সোলাইমানের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় উক্ত দুই বিদেশী বাড়ীরমালিকের ছেলে আলমগীর ও সোহানের সাথে জাল টাকা লেদদেন করার সময় এক নারীসহ দুই বিদেশীকে গ্রেফতারকরা হয়। পরে তাদের কাছ থেকে ১০২টি এক হাজার টাকার জাল নোট, প্রায় বিশ লাখ জাল টাকা তৈরীর কার্ট্রজিপেপার ও জাল টাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাদের তল্লাশি করে বাংলাদেশে অবস্থান করার কোন বৈধকাগজপত্র বা তাদের পাসপোর্ট পাওয়া যায়নি। ঘটনায় জড়িত সন্দেহে বাড়ীর মালিকের দুই ছেলে আলমগীর ওসোহানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক দুজনের এক ভাই কৃষি ব্যাংক আমরাইদ বাজার শাখারম্যানেজার সোহরাব জাকির। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে তারা দোষী প্রমাণিত হলে তাদেরও এ মামলায় আসামীকরা হবে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com