ব্রেকিং

x

ওসমানী মেডিকেল কলেজে ৫৮তম সিওমেক ডে পালন

বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ | ৯:১৫ অপরাহ্ণ | 419 বার

ওসমানী মেডিকেল কলেজে ৫৮তম সিওমেক ডে পালন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫৮তম ‘সিওমেক ডে ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে অনাড়ম্বরপূর্ণ এ দিনটির সূচনা হয় স্মারক উম্মোচন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে। এরপর একে একে কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ নৃত্যগীতের ‘ফ্ল্যাশমব’ এ অগ্রজ অনুজের স্বতস্ফুর্ত অংশগ্রহণ পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

স্মৃতির ডেলায় ভেসে প্রাক্তণেরা রাংতায় মোড়া অতীত দিনের স্মৃতিচারণ করেন স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে। প্রথিযশা চিকিৎসকেরা একদিকে যেমন তুমুল তোফানের যৌবন দিনগুলোতে ফিরে যান, তেমনি নতুনদের সামনে অনাগত ভবিষ্যতের অফুরান সম্ভাবনা তুলে ধরেন।



বিভিন্ন শিক্ষাবর্ষের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজেরঅধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নন্দকিশোর সিনহা, বিএমএ সভাপতি ও স্বাচিপ আহ্বায়ক অধ্যপকডা. রুকন উদ্দিন আহমদ, স্বাচিপের সদস্য সচিব অধ্যপক ডা.এম. এ. আজিজ চৌধুরী।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণসম্পাদক বুদ্ধদেব কর।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকমাহবুবুল আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদের পক্ষথেকে বক্তব্য রাখেন মিল্টন আহমেদ, আলতাফুর রহমানআলতাফ, সুমন রায়, আজিজ হক প্রমুখ।

সমাপনী বক্তব্য প্রদানকরেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী।পরবর্তীতে ইনডোর গেমস ও কলেজ শিক্ষার্থীদের দ্বারা অনুষ্ঠিতহয় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানের মধ্য দিয়েবর্ণিল আলোতে সজ্জিত ক্যাম্পাসে শেষ হয়। দিনব্যাপি এঅনুষ্ঠানমালার বিদায়লগ্নে সকলের মনেই অনুরণিত হতে থাকে‘মোরা সুখের দুখের কথা কব-প্রাণ জুড়াবে তায়’।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com