ব্রেকিং

x

এটা কি গণতন্ত্র: জাপা মহাসচিব

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | ৯:৪২ অপরাহ্ণ | 128 বার

এটা কি গণতন্ত্র: জাপা মহাসচিব
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব সাংসদ মুজিবুল হক।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাপা প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করতে প্রতিদিন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব সাংসদ মুজিবুল হক।

মুজিবুল হক তাঁর দলের নেতা-কর্মীদের এই নির্বাচনে জোর-জবরদস্তি না করার নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিও অনুরোধ জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাকে (ইউনেসকো) ধন্যবাদ জানাতে আজ সোমবার জাতীয় সংসদে আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অনুরোধ জানান মুজিবুল হক। এ সময় শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

মুজিবুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু আজকে গণতন্ত্রের কী অবস্থা? ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে। কিন্তু প্রতিদিন লাঙ্গলের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা চাপ দিচ্ছেন।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কি গণতন্ত্র?’

মুজিবুল হক আরও বলেন, ‘আওয়ামী লীগ মনে করে, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের, এটা ঠিক নয়। বঙ্গবন্ধু সবকিছুর ঊর্ধ্বে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চায়, এটা ঠিক নয়।’

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com