লেবাননের জালা এলাকায় কিডনি জনিত রোগে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা রোজিনা (২৯)। দেশে তাঁর এক সন্তান রয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জালা এলাকায় নিজ বাসায় মারা যান রোজিনা। তিনি দীঘদিন কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে বাসায় পড়ে ছিলেন। মরহুমের মরদেহ জালার আল আরয হাসপাতালের হিমাগারে আছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রোজিনা। পরিবারে স্বচ্ছলতা আনার আশায় ৮ বছর আগে লেবাননে আসেন। জালা এলাকায় কাজ করতেন গৃহকর্মীর এবং সেখানেই থাকতেন ।
তাঁর অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন বরিশাল সামাজিক সংগঠন, লেবানন।
তাঁর মরদেহ দেশে পরিবারের কাছে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।
Development by: webnewsdesign.com