গত বৃহস্পতিবার রাজস্থানের বান সাওয়ারায় এক ধর্মীয় অনুষ্ঠানে, বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী বলেছেন, আমি যদি ইচ্ছা করি, এক মিনিটেই মূখ্য মšত্রী হতে পারি। মূখ্য মন্ত্রী হওয়ার সুযোগ এলে কি করবেন ? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এভাবে বাধাঁ পড়তে চাইনা তাতে আমার চলাফেরার স্বাধীনতা, সব বন্ধ হয়ে যাবে। হেমা আরও বলেন, আমি কখনোই মূখ্য মন্ত্রীর দায়িত্ব পালনে আগ্রহী ছিলামনা। বলিউডের ড্রিমগার্ল হিসাবে খ্যাতির কারনেই মানুষ আমাকে চেনে। বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হেমা মালিনী দেড় দশকেরও আগে ভারতের রাজনীতিতে প্রবেশ করেন।
Development by: webnewsdesign.com