ব্রেকিং

x

করোনা পরিস্থিতি আবারও উর্ধ্বমুখী ইতালিতে

একদিনে ১৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজারের বেশি

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | ৯:২৯ অপরাহ্ণ | 108 বার

একদিনে ১৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজারের বেশি
ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতি আবারও উর্ধ্বমুখী ইতালিতে। গত বছর কঠিন সমস্যা অতিক্রম করে গেল কয়েক মাস সুন্দর ভাবেই দেশটির সমস্ত কার্যক্রম চলছিল, হঠাৎ করে আবার নতুন করে করোনায় আক্রান্ত বেড়ে চলছে।

সোমবার (২১ ডিসেম্বর) দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৯৮ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।



হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যু আবারও ভাবিয়ে তুলেছে দেশটিতে বসবাসরত স্থানীয় ও অভিবাসীদের মাঝে। এর আগে রোববার মৃত্যুর সংখ্যা ছিল ১৩৭ এবং আক্রান্ত ১৬ হাজার ২১৩ জন।

এমন পরিস্থিতিতে করোনা ঠেকাতে অনেক পরিবর্তন এনেছে সরকার। ৬ ডিসেম্বর থেকে গ্রিনপাস বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে চলবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত।

ইতোমধ্যে বাস,ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চলাচল করতে গ্রিনপাস বাধ্যতামুলক করা হয়েছে। বিশেষ করে বড়দিন উপলক্ষে কিছু বাড়তি নিয়ম চালু করা হয়েছে।

এদিকে সরকারি পরিসংখ্যান হিসেবে ইতালিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার ৮১৭ জনকে। এরই মধ্যে দ্বিতীয় ডোজ দেওযা হয় ৪ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ৪৩০।

সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত মোট ১০ কোটি ৬৮ লাখের বেশি মানুষকে টিকা প্রদান করা হয়েছে দেশটিতে।

এছাড়া প্রথম ডোজ প্রয়োগসহ ছয় মাসে মোট সুস্থ হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৬৪১ জন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com