ব্রেকিং

x

একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ প্রতিবাদ কেন্দ্রিক কবিতা

বুধবার, ১১ মার্চ ২০২০ | ৮:৩৭ পূর্বাহ্ণ | 405 বার

ছবি : সংগৃহীত

মুক্তির সোপান
– সুজন শর্মা

আজো বিমুখ প্রান্তরে আমাদের দেখতে হয়;
মুক্তির সোপানে ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে –
আমার বোনের ধর্ষণ চিত্র ।




আজো, আজও দেখতে হয় ;
দুই সন্তানের জননী ,
পুলিশ ম্যাজিস্ট্রেট এর জন্মদাতা মায়ের-
আঁচল সরিয়ে হাড়কাঁপা শীতে যত্রতত্র ঘুমানোর বিধান-

একি ছিল মোর একাত্তরের স্বাধীনতা
সম্ভ্রম , রক্ত ঘাম আর তেজে কেনা মুক্তির সোপান।

আশা তো ছিল বঙ্গবন্ধুর –
আশা তো ছিল মোর,
এই দেশে বিরাজিত হবে শান্তি ,সুখ,আর নিরাপত্তা অবিরাম।

তবে আজ কেন দেখিতেছি ?
নির্যাতিত মা , নির্যাতিত শিশু , ক্ষুদার্থ করুণা , নারী ধর্ষণ ,হত্যাযজ্ঞ নির্মমতার ফুটেজ আর চিত্র ।

আজ কেন ছাত্ররা নিষ্ফল নির্বিচারের শিখার –
উত্তাল উত্তপ্ত কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস?

আজ কেন সত্য প্রচার করলে,
প্রতিবাদী আওয়াজ তুললেই-
হত্যা করা হচ্ছে রুদ্ধ করে নিঃশ্বাস।

আজ কেন বুক ফুলিয়ে হাসে
ধর্ষক , র‌্যাপিড , ঘাতক ও একদল নরপিচাশ।

জাতি জানা নেই এই প্রশ্নের উত্তর,
উত্তর জানেনা একাত্তরের সংবিধান-
ওহে পিতা,
সন্ত্রাস , উগ্রবাদ , অমানুষ, র‌্যাপিডদের হাতে
শোষিত তোমার গড়া সোনার সোপান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com