রাজ প্রাসাদ সীমান্ত বার্তা জনপদ এলাকায় নিম্ন বিত্ত মানুষ একসময় যারা ফেরী করা থেকে শুরু করে ঠেলা গাড়ী পর্যন্ত চালাতো। এই ধরনের মানুষেরা এক সমায় ক্ষুধার তাড়নায় ফেরী করতো চা থেকে নিয়ে ঠেলাগাড়ী পর্যন্ত চালাতো আর আজ তারা ইয়াবা ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়ে কুড়ে ঘর থেকে অট্রালিকার মালিক হয়ে গেছেন। গাড়ী বাড়ী প্রাসাদ সব কিছুই হয়েছিল। এরা হয়েছিল টেকনাফের রাজা। বন্দুক যুদ্ধে এম. পি. বদির বেয়াই কাকতার কামাল নিহত হবার পর থেকে এরা পালাতে শুরু করেছে। পুলিশ এসব বাড়ীতে তল্লাশী চালায়। ইয়াবা ব্যবসায়ী নুরুল বশর উত্তর জালিয়া পাড়া গ্রামে রাজ প্রাসাদের মত বাড়ী বানিয়েছেন। সেই বাড়ী এখন জন মানব শূন্য তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। মাদক অভীযানের পর থেকেই এসব এলাকার ইয়াবা স¤্রাটরা রাজ প্রাসাদ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সকল রাজার রাজ প্রাসাদ এখন জন মানব শূন্য কেউ নেই সবাই পলাতক
Development by: webnewsdesign.com