ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি-এর সভাপতিত্বে সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, বিদেশী পরিচালক ড. আরিফ সুলেমান, অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
Development by: webnewsdesign.com