গাজা সীমান্তে ইসরায়েলী বর্বরোচিত হত্যা যজ্ঞে সবে মাত্র ৮ মাসে পা দেওয়া শিশু লাইলাও মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি। কোল খালি করা এক ফিলিস্তিনি মা তাঁর আদরের ধন মৃত শিশুটিকে কোলের মধ্যে আকড়ে ধরে অধোরে কাাঁদছিলেন। আন্তর্জাতীক বিভিন্ন গন মাধ্যমে প্রকাশিত হয় ইসরায়েলী সেনাদের কাঁদুনে গ্যাস নিক্ষেপের জন্য শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। আরও জানা যায় ইসরায়েলী সেনাদের গুলিতে নিহত নিরপরাধ ফিলিস্তিনির মধ্যে ১৬ বৎসরের কম বয়সী শিশুরাও রয়েছে।
Development by: webnewsdesign.com