রবিবার, ২৯ এপ্রিল ২০১৮ |
১০:৫৬ অপরাহ্ণ | 1059 বার
গাজা সীমান্তে পিলিস্তিনি বিক্ষোভ কারীদের ওপর ইসরায়েলী বাহিনীর গুলিবর্ষন অব্যাহত আছে। বিক্ষোভ দমাতে গত শুক্রবার তাঁদের গুলিতে অন্তত চার জন নিহত ও ৯৫০ জন আহত হয়েছেন। সীমান্ত মুখী এ বিক্ষোভে তেল আবীর অত্যাধিক শক্তি প্রয়োগ করেছে বলে, জাতি সংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইন বাদ আল হুসেইনের সমালোচনার কয়েক ঘন্টা পরই ইসরায়েলী বাহিনীর গুলিতে ফের আন্দোলন কারী ফিলিস্তিনির নিহতের এ খবর এলো, ১৯৪৮ সালে লাখ লাখ শরনার্থী হওয়া মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর গ্রেট মার্চ অব রিটনি নামের এ বিক্ষোভের ডাক দেয় হামাস সহ বিভিন্ন সংগঠন। শুরুর দিন হিসাবে বেছে নেওয়া হয় ৩০শে মার্চকে। ১৯৭৬ সালের এই দিনে ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলী নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভ কারী নিহত হয়। ভূমি থেকে উচ্ছেদ হওয়ার ৭০তম বার্ষিকীতে আগামী ১৫ই মে এ কর্মসূচী শেষ হওয়ার নির্ধারিত তারিখ। ফিলিস্তিনিদের দাবী শরনার্থী হওয়া পরিবার গুলোকে তাঁদের ভূমিতে ফিরতে দিতে হবে।