১৯৭৬ সাল থেকে প্রতি বছরের ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলীর দখল দারিত্বের প্রতিবাদে ভূমি দিবস পালন করে আসছে। ওই দিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলী সেনাদের গুলিতে ৬ জন ফিলিস্তিনি নিহত হয়। সেই নিহতদের স্বরনে প্রতি বছর এই দিনটিকে ফিলিস্তিনিরা ভূমি দিবস হিসাবে পালন করে আসছে। নিহতদের স্বরনে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ ই মে পযর্ন্ত এই বিক্ষোভ চলবে। সীমান্তের কাছে ৫ টি ক্যাম্প করে সেখানে অবস্থান নিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা ইসরায়েলের ভিতর তাদের ফেলে আসা বাড়ী ঘরে ফিরে যাওয়ার অধিকার চায়। অবরুদ্ধ গাজা উপত্যাকার ভূমি দিবস উপলক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোব করলে, বিক্ষোবকারীদের উপর ইসরায়েলী সেনাবাহিনী এলোপাথাড়ি গুলি চালালে ১০ জন ফিলিস্তিনি নিহত হয় ও এক হাজারেরও বেশী আহত হয়। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হত্যাকান্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন এক ইঞ্চি জায়গাও ফিলিস্তিনিরা ইসরাইলকে ছেড়ে দিবেনা।
Development by: webnewsdesign.com