শনিবার, ২৬ মে ২০১৮ |
৪:৩৬ অপরাহ্ণ | 1169 বার

বিশ্বকাপে নেই বাংলাদেশ । কবে খেলবে তার কোন নিশ্চয়তাও নেই। তবুও দুনিয়া কাঁপানো আসর ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২০ দিন বাকী থাকলেও আগে থেকেই বিশ্বকাপে খেলা দেশগুলোর পতাকা ও জার্সি বিক্রি শুরু হয়ে গেছে। গতকাল টি এস সি চত্বরে দুই হকার আজেন্টিনা , ব্রাজিল,জামার্নি ও অন্য দেশের পতাকা নিয়ে ঘুরছেন।