ব্রেকিং

x

আশার আলোতে নিরাশার ছায়া

বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ৫:১৭ অপরাহ্ণ | 1082 বার

আশার আলোতে নিরাশার ছায়া

বুক ভরা আশা নিয়ে জীবন চলার পথে বাবা, মা সন্তাকে কে যক্ষের ধনের মত আগলে রাখেন বুকের ভিতর,হাজার দুঃখের মাঝে নিজে কষ্ট করেও সন্তানের সুখ কামনা করেন। প্রতিটি পরিবারেই প্রথম সন্তানের আগমনে আনন্দে আতœহারা হয়ে পড়েন বাবা,মা।
সন্তান একদিন বড় হবে, বাবা মায়ের সেবা করবে এমন স্বপ্ন বুকে নিয়ে সন্তানকে লালন পালন করে বড় করতে থাকেন অনেক বাবা মা। এটাই সমাজের নিয়ম। কোন বাবা মা ই প্রতিদানের আশায় সন্তানদের জন্য কিছু করেন না। নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায়। সব সময় কামনা করে সন্তানরা যেন, সুখী হয় । বুকের ধন মানিক রতন এর মত মায়া মমতার অন্তরালে গভীর ¯স্নেহ, ভালবাসা দিয়ে মানুষ করে কতই না আশায় বুক বাঁধে বাবা, মা।
কিন্তু সন্তানের সব আশায় যখন নিরাশ হয়ে যায়, তখন চোখে এক ফোঁটা জল ,আর ব্যাথা ভরা মন নিয়ে বেঁচে থাকা ছাড়া আর কোন কিছু করার থাকেনা । এমনি এক ঘটনা পরিলক্ষিত হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের রাজীবপুর গ্রামে, বয়সের বার্ধক্যে বৃদ্ধ এক পিতার ঠাঁই হয়েছে বাঁশ বাগানের নীচে বাঁশের মাচার উপর ঝুপড়ি ঘরে। ওই বৃদ্ধ পিতাকে ঝুপড়ি ঘরে রেখে স্ত্রী সন্তান নিয়ে নিজে থাকছেন টিনের ঘরে। নিয়তি পরিহাস কে খন্ডাবে ? বিধির বিধান মেনে নিতেই হবে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com