দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০১৯-২০২০ অর্থ বছরে দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই তালিকায় ঠাঁই হতে পারে বলে আশায় বুক বেঁধেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠ।কিন্তু এবারও এ তালিকায় ঠাঁই না পেয়ে হতাশ হয়ে পড়েছে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক।
সরেজমিনে দেখা যায়, মধুমতি নদীর তীর ঘেঁষে টিটা গ্রামে ১৯৯৮ সালে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত হয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠ।অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি।কিন্তু ২০ বছরেও এ বিদ্যালয়ে উন্নয়নের কোন ছোঁয়া পায়নি।বিদ্যালয়ের মনোরম পরিবেশ যে কারো নজড় কাড়তে সক্ষম হলেও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামের এই বিদ্যাপীঠ বড়ই অবহেলিত।বহু পুরাতন একটি ভাঙ্গা টিনশেড ঘর, আসবাবপত্রের অভাবসহ নানা সমস্যায় বিদ্যালয়টি জর্জরিত।শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রমে পাঠদান অব্যাহত থাকলেও বিদ্যালয়টি এমপিওভূক্ত না হওয়ায় দীর্ঘ দুই বছরেরও অধিককাল থেকে শিক্ষকরা ঠিকমতো বেতন ভাতা থেকে বঞ্চিত।
Development by: webnewsdesign.com