ব্রেকিং

x

আবরার হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি হানিফের

সোমবার, ০৭ অক্টোবর ২০১৯ | ১০:২৯ অপরাহ্ণ | 585 বার

আবরার হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি হানিফের
আবরার হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি হানিফের, ছবিঃ সংগৃহীত

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ।

সোমবার রাত পৌনে নয়টায় এ কথা জানিয়েছেন তিনি।



নিহত আবরারের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংসদ মাহবুব উল আলম। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তিনি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছিলেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলেন।

বুয়েটছাত্র নিহত আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে। ২০১২ সালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে বাড়ি করেন আবরারের বাবা। সেখানেই তাঁদের বসবাস। পিটিআই সড়কে মাহবুব উল আলম হানিফের বাড়ির পাশেই আবরারদের বাড়ি।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com