ব্রেকিং

x

আবরারের মৃত্যুতে ছাত্রলীগের শোক র‍্যালি

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | ১১:৫৩ অপরাহ্ণ | 532 বার

আবরারের মৃত্যুতে ছাত্রলীগের শোক র‍্যালি
ছাত্রলীগের শোক র‍্যালী, ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করে র‍্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ র‍্যালি শুরু হয়। ছাত্রলীগের বিভিন্ন শাখার চার শতাধিক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করে র‍্যালিতে অংশ নেন।

এসময় নেতাকর্মীদের হাতে ‘ছাত্রলীগ খুনের রাজনীতি সমর্থন করে না’, ‘আবরার হত্যার দ্রুত বিচার চাই’, ‘ছাত্রলীগে কোনও অপরাধীর ঠাঁই নাই’, ‘অপরাধী অপরাধীই, অন্যায়কারীর বিচার হবেই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।
আবরারের মৃত্যুতে ছাত্রলীগের শোক র‍্যালি



র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়। পরে মল চত্বর, স্মৃতি চিরন্তন চত্বর, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি এমন ঘটনা যেন আর না ঘটে, সেদিকে কড়া নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

এসময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি মো. ইব্রাহিম হোসেন এবং দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৪:০৬ অপরাহ্ণ
  • ৫:৪৯ অপরাহ্ণ
  • ৭:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com