ব্রেকিং

x

আজ হজের প্রথম ফ্লাইট

শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ২:০৭ অপরাহ্ণ | 1147 বার

আজ থেকে মুসলিম উম্মার পবিত্র হজ পালনের জন্য ৪১৯ জন হজ যাত্রী নিয়ে ৭টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক হযরত শাহ্জালাল বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স বিজি-১০১১ প্রথম ২২ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজ যাত্রীদের বিদায় জানাতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এ কে এম শাজাহান কামাল ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমান বন্দরে উপস্থিত থাকবেন বলে গতকাল জানিয়েছেন হজ ক্যাম্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম। হজ ফ্লাইটের প্রথম দিনে পরবর্তী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ১১টা ৪৫ মিনিটে বিজি – ৩০১১ ও বিকাল ৩ টা ৫৫ মিনিটে বিজি-৫০১১ এবং রাত ৮ টা ৪৫ মিনিটে সিডিউল ফ্লাইট বিজি -০০৩৫।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com