স্বাধীন বাংলার জাতিসত্বাকে বিশ্বে বিকশিত করতে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপনের মাহেন্দ্রক্ষনে নবদিগন্তের শুভ সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু অনুকূলে থাকলে আজ ১০ ই মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় বিকাল ৪ টায় ও বাংলাদেশ সময় রাত্র ২ টা ১২ মিনিট হতে ভোর ৪ টা ২২ মিনিটের মধ্যে মহাকাশের পথে যাত্রা করবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১।
এই মহাকাশ যাত্রা সফল হলে এর পাশাপাশি স্যাটেলাইট প্রযুক্তির দেশের ক্লাবেও নাম লেখাবে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায় একই সময়ে ঢাকা থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি ওই শুভক্ষনে সংযুক্ত হবেন। বি,টি,বি সহ বাংলাদেশের সকল গনমাধ্যম বেসরকারী চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপন সরাসরি সম্প্রচারের সম্ভাবনা আছে। উৎক্ষেপন কালে অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য জেলা প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এই স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন হলে বাংলাদেশ হবে বিশ্বের ৫৭ তম নিজস্ব স্যাটেলাইটের মালিক।
যুক্তরাষ্ট্রের বেসরকারী প্রযুক্তি ও অনুসন্ধান কোম্পানী স্পেস এক্স ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চপ্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপনে ব্যাবহার করবে একটি ফ্যালকন -৯ ফাইভ রকেট।
এটি তিন হাজার ৫০০ কেজি ভারী সম্পন্ন জিও ষ্টেশনারী কমিউনিকেশন বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে ফ্যালকন-৯, কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯- এ থেকে কক্ষপথের দিকে ছুটবে। নির্মান, পরীক্ষা, পর্যালোচনা ও হস্তান্তর শেষে বিশেষ কার্গো বিমানে করে এই স্যাটেলাইটটিকে কেইপ কেনাভেরালের লঞ্চ সাইটে পাঠানো হয়।
Development by: webnewsdesign.com