বিশ্বকাপের ঘটন অঘটনের পরি সমাপ্তিতে আজ বিশ্বকাপ শিরোপা রড়াইয়ে বিজয়ের প্রত্রাশায় মাঠে নামবে ক্রোয়েশিয়া ও পুরানো বিশ্বাকাপ জয়ী ফ্রান্স। বিশ্বকাপ ফাইনাল একজন ফুটবলারের জীবনে গুরুত্বপূর্ন পরীক্ষা। পাস করলেই সারা জীবনের সাফল্যের দ্বারে পৌছে যাওয়া যায়। উপার্জিত হয় প্রচুর টাকা। বিজয়ীর আশ্বাসে দুই দলই অনুশীলনে ব্যাস্ত । জয়ের জন্য ক্রোযেশিয়া ও ফ্রান্সের হেভিওয়েট খেলোয়াড়রা মারিয়া হয়ে খেরতে মাটে নামবেন আজ। হারি জিতি নাহি লাজ। দেখা যাক কে হারে কে জেতে। ভাগ্যের লিখন তো আর বদলানো যাবেনা, ভাগ্যে যার লেখা আছে সেইতো হবে বিজয়ী বীর ও ভাগ্যবান।
Development by: webnewsdesign.com