ব্রেকিং

x

আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

শনিবার, ০২ নভেম্বর ২০১৯ | ১২:২৬ অপরাহ্ণ | 516 বার

আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

ওয়ানডের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় সালমা খাতুনের দল। তিন ম্যাচেই হারের লজ্জা পায় সফরকারী বাংলাদেশ দল।



তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে ফুরফুরা মেজাজ নিয়ে ওয়ানডে শুরু করবে পাকিস্তান। ছোটো ফরম্যাটের মতো ওয়ানডেতেও প্রাধান্য বিস্তার করে খেলে সিরিজ জিততে চায় পাকিস্তান।

তবে টি-টোয়েন্টি সিরিজ হারের স্মৃতি ভুলে ওয়ানডে ভালো করতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সাফল্য নিয়ে এবারের পাকিস্তান সফর শেষ করতে চায় রুমানা আহমেদের দল।

ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন রুমানা। টি-টোয়েন্টিতে দলের দায়িত্বে ছিলেন সালমা খাতুন।

সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর।

বাংলাদেশ নারী ওয়ানডে দল : রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, সালমা খাতুন, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com