ব্রেকিং

x

আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | ৭:০৮ অপরাহ্ণ | 579 বার

আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-২০৩১) আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।



আগামী শনিবার ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, এফবিসিসিআইর সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম প্রমুখ।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। আগামী ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com